ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

খেরসনে রাশিয়ার হামলায় কমপক্ষে ২১ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ৫ মে ২০২৩

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল খেরসনে রাশিয়ার হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৮ জন।

রুশ হামলায় ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে একটি রেলওয়ে স্টেশন। ধ্বংস হয়ে গেছে সুপারমার্কেট, বাড়িসহ বেশ কয়েকটি স্থাপনা। যখন রাশিয়ায় আক্রমণের জন্য ইউক্রেন প্রস্তুতি নিচ্ছে, তখনই এই হামলা চালানো হলো। হামলার পর খেরসনে কারফিউ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শহরে  ঢোকা এবং বের হওয়ার সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে। বাসিন্দাদের খাদ্য ও ওষুধ মজুদের পরামর্শ দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি