ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খেলতে গিয়ে পাঁচতলা ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ২৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর কামরাঙ্গীরচরে পাঁচতলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগের সিলেটি বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রোমান মিয়ার ছেলে আব্দুর রহিম (৯) এবং সুনামগঞ্জের আব্দুর রশিদ মিয়ার মেয়ে লামিয়া আক্তার (২)।  তারা চাচাতো ভাই-বোন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহিমের বাবা রোমান মিয়া জানান, তারা কামরাঙ্গীরচর আহসানবাগ এলাকায় বোরহান মিয়ার পাঁচতলা ভবনের ছাদে থাকতেন। আজ সন্ধ্যায় তার ছেলে ও ভাতিজি ছাদে খেলছিল। ছাদে কোনো প্রকার রেলিং না থাকায় হঠাৎ করে সেখান থেকে তারা পড়ে যায় বলে জানান তিনি। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সূত্র: ইউএনবি

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি