ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

খেলাধুলা বিষয়ক সংগঠন ‘এফসিএস’ এর প্রথম বর্ষপূর্তি উদযাপন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ১৫ আগস্ট ২০২২ | আপডেট: ১৪:২০, ১৫ আগস্ট ২০২২

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সফলতার একবছর পূর্তি উদযাপন করেছে খেলাধুলা উৎসাহ প্রদানমূলক সংগঠন ফুটবল ক্রিকেট স্পোর্টার্স (এফসিএস)। রাজধানীর ধানমণ্ডিতে এক রেস্টুরেন্টে এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য জাহিদ হাসান এমেলি এবং গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বেশ কিছু কর্মকর্তাবৃন্দ। 

সংগঠনটির প্রতিষ্ঠাতা নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাপ্লাই চেইন বিভাগের প্রভাষক মোফাচ্ছেল হোসেন জানান, এফসিএস মূলত একটি খেলাধুলা বিষয়ক সংগঠন। যেখানে শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা এর সদস্য। ২০২১ সালের ১৩ আগস্ট মাত্র ৩০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটিতে ১ বছরের মাথায় ১ হাজার সদস্য সক্রিয় রয়েছে। 

তিনি আরও জানান, সংগঠনের সদস্যরা নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছেন, আবার চাকরিজীবীরা দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। 

সংগঠনটির মূল উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠাতা জানান, ব্যাক্তিজীবন, পড়াশোনা এবং কর্মজীবনের নানাবিধ অশান্তি এবং কাজের চাপে যে শারীরিক ও মানসিক অবসাদ সৃষ্টি হয়, তা কাটিয়ে ওঠা এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের মানসিক অবসাদ, ক্লান্তি দূর করা এবং শারীরিকভাবে নিজেদের সুস্থ রাখার প্রয়াসেই সংগঠনটির যাত্রা শুরু।

জাভেদ ওমর বেলিম বলেন, ফুটবল আমি ভালোবাসি আর আর ক্রিকেট তো আমার নেশা এবং পেশা। যেখানে ঢাকা শহরে খেলাধুলা করার জন্য তেমন ভালো কোনো মাঠ বা ব্যবস্থা নেই, কিন্তু তারপরেও পড়াশোনা এবং কর্মজীবনের পাশাপাশি যুবকদের এই খেলাধুলার প্রতি আগ্রহ এবং সেটি চালিয়ে যাওয়া আমাদের জন্য একটি আশা জাগানিয়া ব্যাপার। আমি চাইবো এফসিএস এই ধারা অব্যাহত রাখুক এবং এফসিএস থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, গ্রামে, অজপাড়াগায়ে, মহল্লায় সব জায়গায় খেলাধূলা বিস্তার লাভ করুক। 

অনুষ্ঠানে উপস্থিত ইনফরমেশন সিকিউরিটি এন্ড সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ প্রকৌশলী শেখ তৌহিদ বলেন, পড়াশোনা এবং কর্মজীবনের পাশাপাশি তরুণরা খেলাধুলার প্রতি মনোযোগী হলে, তাদের শারীরিক ফিটনেস ভাল থাকবে, আর মানসিকভাবে মনোবল শক্তিশালী হবে। পুরো সপ্তাহজুড়ে অফিসের কাজে যে একটা মানসিক চাপ এবং ধকল যায়, ছুটির দিনের একটু খেলাধূলা পুরো সপ্তাহের এই ক্লান্তি দূর করতে সহায়ক হয়। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকে প্রতি সপ্তাহে নিয়মিত ২ দিন করে (সোমবার এবং বুধবার) সান্ধ্যকালীন ফুটবল ম্যাচ আয়োজিত হচ্ছে। আর প্রতি সপ্তাহের শুক্রবার এবং শনিবার দিনব্যাপী আয়োজিত হয় ক্রিকেট ম্যাচ, যেখানে এফসিএস এর নিজেদের সদস্যরা অংশগ্রহন করে। সদস্যরা নিয়মিত একটি সাপ্তাহিক চাঁদার মাধ্যমে নিজেরাই নিজেদের খেলাধুলাসহ যাবতীয় খরচের যোগানদার। 

ইতিমধ্যে সদস্যদের নিয়ে একটি ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা হয়েছে। এফসিএস এর ক্রমবর্ধমান আগ্রহ এবং সাফল্য দেখে অভিভূত হয়ে গ্রেট ওয়াল সিরামিকস ইন্ডাস্ট্রিজ এক বছরের জন্য পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি