ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খেলার মাঠ ও রাস্তা দখল করে পশুর হাট (ভিডিও)

মাহমুদ হাসান

প্রকাশিত : ২২:১৬, ৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

আনুষ্ঠানিক ভাবে কোরবানীর হাট শুরুর প্রথম দিনেই নিষেধাজ্ঞা ভেঙ্গে খেলার মাঠ আর সড়ক দখল করে কোরবানীর পশু নিয়ে দাঁড়াতে দেখা গেছে দক্ষিণ সিটির কয়েকটি হাটে। 

বৃষ্টিবিঘ্নিত দিনে হাট গুলোতে ছিল না ক্রেতাদের ভীড়, তবে ভিন্ন নামে বিশাল আকৃতির গরুর দেখা মিলেছে হাট গুলোতে।

কোরবানির পশুর হাটে নজর কাড়ছে বাহারি নামের বড় বড় গরু। এক হাজার কেজি ওজনের পুতিন নামের গরুর দাম হাকা হয়েছে ১২ লাখ টাকা। আছে ভূট্টি প্রজাতির আশি কেজি ওজনের গরু; দাম ৫৫ হাজার টাকা। 

তবে খেলার মাঠ ও রাস্তা দখল করে দক্ষিণ সিটিতে বসেছে কয়েকটি পশুর হাট। যদিও ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। 

পুতিন, না- রাশিয়ার প্রেসিডেন্ট নয়। বিশাল আকৃতির এই গরু বিক্রির জন্য আনা হয়েছে পুরান ঢাকার হাটে। তাই এই গরুকে দেখতে ক্রেতার সাথে উৎসুক মানুষের ভিড়ও বেশি। এক হাজার কেজি ওজনের পুতিনের দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা। সাথে আছে প্রায় একই ওজন ও দামের কালো পাহাড়।

গরুর মালিক বলেন, গরুর নাম হলো পুতিন। দাম চাচ্ছি ২৫ লাখ। বিভিন্ন লোকে গায়ে হাত দিয়েছে, জ্বালা যন্ত্রণা দিয়েছে সে জন্য একটু পাগলামি করতেছে। কারণ দেশের বাড়িতে তো এত লোক দেখে নাই। এখানে এত মানুষ দেখার পর তার মন মানুষিক অবস্থা অন্য রকমন হয়ে গেছে। 

হাটে উঠেছে টাইগার নামের নয়শো কেজি ওজনের গরু। বেপারি দাম ধরেছেন ৮ লাখ টাকা। ঈদের আগেই এসব গরু বিক্রির আশা বেপারীদের।

বড়দের ভিড়ে সবচেয়ে ছোট গরুর নাম রাজা। ভূট্টি প্রজাতির প্রায় তিন ফিট উচ্চতা আর আশি কেজি ওজনের এই গরুর দাম ৫৫ হাজার টাকা।

ঢাকার দুই সিটিতে আনুষ্ঠানিক হাট শুরুর দিনে, দক্ষিণ সিটির খেলার মাঠ আর রাস্তা দখল করে গরুর বিক্রি চলছে। তবে কেউ নিয়ম ভাঙলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন মেয়র। এবার ঢাকার দুই সিটিতে ২১টি কোরবানি পশুর হাট বসেছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি