ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

খেলা দেখতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সমর্থক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ৭ নভেম্বর ২০২৪

ফুটবল ম্যাচে শোক নতুন নয়। মাঠেই হৃদরোগে আক্রান্ত হওয়া কিংবা মৃত্যুর ঘটনাও আছে। এবার ফুটবল বিশ্ব স্বাক্ষী হলো আরেক বিষাদের। চ্যাম্পিয়নস লিগের খেলা দেখতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েন জার্মান জায়ান্টদের এক সমর্থক। ম্যাচ জিতলেও মৃত্যুর শোক ছেয়ে যায় বায়ার্ন শিবিরে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার (৬ নভেম্বর) আলিয়ান্স অ্যারেনায়  পর্তুগালের লিসবনভিত্তিক ক্লাব বেনফিকার মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। 

ম্যাচটিতে জামাল মুসিয়ালার একমাত্র গোলে ১-০ গোলের ব্যবধানে জয় পায় জার্মান জায়ান্টরা। তবে জয়ের আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। মাঠ ছাড়ার আগেই শোক সংবাদ শুনতে হয় তাদের। 

জানা গেছে, ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই ঘটে এই দুর্ঘটনা। তাৎক্ষণিকই অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রবেশ করতে দেখা যায় জরুরি মেডিকেল সেবার কর্মকর্তা ও পুলিশ অফিসারদের।

পরবর্তীতে জানা যায়, গ্যালারিতেই অসুস্থ হয়ে পড়েছেন এক বায়ার্ন ভক্ত। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান ওই সমর্থক।

এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জার্মান ফুটবলে। সমর্থকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখও। মৃত ব্যক্তির সম্মানে এই রাতে কোনো গান গাওয়া বা কোনো ধরনের জয়োধ্বনিও তোলেনি বায়ার্ন সমর্থকরা। পুরো স্টেডিয়াম জুড়ে ছিল নীরবতা।

বায়ার্ন মিউনিখ সমর্থকদের সংগঠন ক্লাব এআর ১২ জানিয়েছে, জরুরি চিকিৎসার কারণে আজকে যথারীতি সমর্থন (গান বা জয়োধ্বনি) করা হচ্ছে না। খেলার চেয়ে জীবন বেশি গুরুত্বপূর্ণ। আমরা তার পরিবার এবং বন্ধুদের ধৈর্য ধরার সামর্থ্য বৃদ্ধি কামনা করি।’

বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে বলেছে, ‘অ্যালিয়াঞ্জ অ্যারেনার স্ট্যান্ডের মেডিকেল জরুরী অবস্থা শুরু থেকেই খেলাটির উপর প্রভাব ফেলেছিল। এ অবস্থার জন্য সমর্থকদের চিৎকার কমে যায় এবং ক্লাব ম্যাচের সম্প্রচারও কমিয়ে দেয়।’

বিবৃতিতে তারা আরও বলেছে,‘ম্যাচ শেষের প্রায় আধাঘণ্টা পর জার্মানদের রেকর্ড লিগ চ্যাম্পিয়নরা জানতে পারেন ওই সমর্থককে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। এফসি বায়ার্ন মিউনিখ ঘটনায় সমর্থকের আত্মীয়-স্বজনদের সমান দুঃখ পেয়েছে।’

শোক প্রকাশ করেছেন বায়ার্ন মিডফিল্ডার কনরাড লাইমার, ‘ম্যাচের মধ্যে আমরা এটা জানতে পারিনি, খেলা শেষে বিষয়টি জানতে পারি। তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, তার পরিবারের সাথেই আছি আমরা।’

শেষ বাঁশি বাজানোর প্রায় এক ঘণ্টা পর জার্মান রেকর্ড চ্যাম্পিয়নরা দুঃখজনক সংবাদ পেল যে ভক্ত হাসপাতালে যাওয়ার পথে মারা গেছে। এফসি বায়ার্ন ভক্তের আত্মীয়দের সঙ্গে শোক ভাগাভাগি করছে।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি