ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

খেলা দেখতে চট্টগ্রামে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ৩১ জানুয়ারি ২০১৮

আঙুলে চোটের কারণে আজকের টেস্টে মাঠে নেই সাকিব। আগামী ম্যাচও না খেলারই আশঙ্কা রয়েছে। ফর্মের তুঙ্গে থাকা বিশ্বসেরা এই অলরাউন্ডারের মনটা স্বভাবতই খারাপ।
আজকের ম্যাচে অধিনায়কত্ব করার কথা ছিল তারই। মাঠে না থাকলেও সাকিবের মনটা পড়ে আছে মাঠেই। তাই তো টেস্ট দেখতে সকালেই চলে এলেন চট্টগ্রামে। সতীর্থদের খেলা দেখছেন প্যাভিলিয়নে বসে।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। মাঠ থেকেই চলে যেতে হয়েছিল হাসপাতালে। এক্স-রেতে দেখা যায়, হাড় না ভাঙলে মচকে গেছে আঙুলের গোড়ার দিক। বেশ খানিকটা অংশ কেটেও যায় হাতের। সেলাই পড়ে দুই স্তরের। ফলে ফাইনালে ব্যাট করতে পারেন নি।
চিকিৎসকেরা জানিয়েছেন, অন্তত এক সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও বেশি সময় লাগলে সাকিব খেলতে পারবেন না ঢাকার দ্বিতীয় টেস্টও। সাকিবের অভাব পূরণ করতে বাংলাদেশ টিমকে দুজন খেলাতে হয়। একজন বোলার ও একজন ব্যাটসম্যান। সাকিব মাঠে থাকলে ব্যাট ও বল দুটিতেই দলকে ভালো সাপোর্ট দিতেন। সাকিবের অবর্তমানে তার সঙ্গীরা কী করেন সেটিই দেখার পালা।
/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি