ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে এসে ব্যাংক কর্মকর্তা নিহত

মিরসরাই সংবাদদাতা

প্রকাশিত : ০৯:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে এসে পাথরের আঘাতে মাহাবুব হাসান (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এসময় গাজী আহমেদ বিন শামস (৩৫)  নামের আরেক পর্যটক গুরুত্বর আহত হয়েছেন।

নিহত মাহাবুব হাসান ঢাকার যাত্রাবাড়ী এলাকার জাহাঙ্গীর আলামের ছেলে। সে ওয়ান ব্যাংকের হেড অফিসে বিজনেস সাপোর্ট অফিসার হিসাবে দায়িত্বরত ছিলেন।

জানা গেছে, ঢাকা থেকে ৬ জন ব্যাংক কর্মকর্তা ঘুরেতে আসেন খৈয়াছড়া ঝর্ণায়। দুপুরে গোসল করার সময় উপর থেকে একটি বড় পাথর পড়ে মাহাবুব হাসানের মাথায়। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। 

পরে স্থানীয়রা ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করে উপরে নিয়ে আসে। আহত একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপতালে প্রেরণ করা হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, পর্যটক নিহতের ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। লাশ উদ্ধার করে থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

মিরসরাই থানার ওসি আবদুল কাদের জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশের টিম। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি