ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খোলা আকাশের নিচে অনিশ্চিত জীবনযাপন করছে দিনাজপুরের অর্ধশতাধিক গ্রামবাসী

প্রকাশিত : ১৩:৩২, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৩২, ১৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

খোলা আকাশের নিচে অনিশ্চিত জীবনযাপন করছেন দিনাজপুরের খানসামা উপজেলার সরকারপাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার। গেলো শনিবার আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাদের ঘর-বাড়ি। সহায় সম্বলহীন এসব মানুষের একটাই প্রশ্ন, কোথায় হবে তাদের মাথা গোজার ঠাই? এমনি আহাজারীতে ভারী হয়ে উঠেছে সরকারপাড়া গ্রামের বাতাস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আকস্মিক আগুনে নিঃস্ব হয়ে গেছে গ্রামের প্রায় তিনশ’ মানুষ। গ্রামবাসীর কেউ অগ্নিদগ্ধ না হলেও আগুনে পুড়ে মারা গেছে গৃহপালিত অনেক পশু-পাখি। চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে ধান-চাল-আলুসহ ঘরের সব আসবাবপত্র । সব হারিয়ে চোখের জল ফেলা ছাড়া যেন কিছুই করার নেই অসহায় এসব মানুষের। খোলা আকাশের নিচে বসে অসহায় দৃষ্টি শুধুই একটু আশ্রয়ের। গেলো শনিবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের খানসামা উপজেলার সরকারপাড়া গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে সব হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়ে প্রায় ৩শ’ মানুষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি