ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’ খুলছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:১৪, ১৬ সেপ্টেম্বর ২০১৮

তিস্তার এক পারে রংপুর, আরেক পারে লালমনিরহাট। ফলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরসহ চারটি উপজেলার লোকজনকে রংপুরসহ সারা দেশে যাতায়াত করতে হতো প্রায় ৫০ কিলোমিটার ঘুরে। এ অবস্থায় তিস্তার ওপর একটি সেতুর স্বপ্ন সেখানকার মানুষের দীর্ঘদিনের। সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

আজ রবিবার উদ্বোধন হবে ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’। গণভবন থেকে সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, মূল সেতু নির্মাণে ১২৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় হয়েছে। ৮৫০ মিটার দৈর্ঘ্য ও ফুটপাতসহ ৯ দশমিক ৬ মিটার প্রস্থের সেতুতে ১৬টি পিলার, দুটি অ্যাপার্টমেন্ট ও ১৭টি স্প্যানে ৮৫টি গার্ডার রয়েছে। এর বাইরে সেতু রক্ষায় উভয় পাশে এক হাজার ৩০০ মিটার নদীশাসন বাঁধ নির্মাণ করা হয়েছে। সেতুর সঙ্গে যোগাযোগ স্থাপনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা থেকে সেতু পর্যন্ত নির্মাণ করা হয়েছে ৫ দশমিক ২৮ কিলোমিটার সড়ক।

স্থানীয়রা মনে করছে, সেতু নির্মাণের ফলে একসময়ের ‘মঙ্গাপ্রবণ’ এ এলাকার আমূল পরিবর্তন ঘটবে।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি