ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গণঅভ্যুত্থানে নিহতদের নিয়ে জামায়াতের আমির যে প্রস্তাব দিলেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪২, ২০ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। তিনি বলেন, এ অভ্যুত্থানে দেশের সব শ্রেণির মানুষ অংশগ্রহণ করেছিল। এমনকি দেশের বাইরে অবস্থানরতরা যার যার সাধ্য অনুযায়ী লড়েছেন। তাদের সবার প্রতি মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই।

মঙ্গলবার (১৯ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্তরাঁয় যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস ’ অনুষ্ঠানে জামায়াতের আমির এসব কথা বলেন।

তিনি বলেন, জাতিগতভাবে অনৈক্য ও দুর্নীতির কারণে আমরা জাতি হিসেবে এগোতে পারিনি।

দুর্নীতি আমাদের জন্য একটি জাতীয় লজ্জার বিষয় বলে উল্লেখ করে জামায়াত আমির বলেন, যুক্তরাজ্য লোকজন নিজেদের দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারায় বিশ্বে একটা মর্যাদাপূর্ণ স্থানে যেতে পেরেছে। কিন্তু আমরা পারিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যরিস্টার আবু বকর মোল্লা। এছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন বাংলা মিডিয়ার অর্ধশতকেরও বেশি সাংবাদিক এতে অংশ নেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি