ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫

গণঅভ্যুত্থানে নিহতরা `জুলাই শহীদ` স্বীকৃতি পাচ্ছেন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২১ ফেব্রুয়ারি ২০২৫

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, 'জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সনদ ও দেয়া হবে। আহতরা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয়পত্র পাবেন। একইসঙ্গে তারা অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও পাবেন।

গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই এটি প্রতিষ্ঠা করা হবে এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’

ফারুক-ই-আজম বলেন, ‘শহীদদের পরিবারকে সঞ্চয়পত্রের মাধ্যমে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে। ১০ লাখ টাকা চলতি অর্থবছরে এবং বাকি টাকা আগামী অর্থবছরে দেয়া হবে।’

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি