ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

গণগ্রেফতার হলেও আন্দোলন চলবে: মির্জা আব্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ২১:২২, ৬ নভেম্বর ২০১৮

গণগ্রেফতার হলেও আন্দোলন অব্যাহত থাকবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেছেন, হয়তো এই মঞ্চে সবাইকে গণগ্রেফতার করা হতে পারে কিন্তু এতে কোনো লাভ নেই। আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দীতে ঐক্যফ্রন্টের জনসভায় এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, এরশাদের আমলেও এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেদিন আমাদের জেলের তালা ভেঙে মুক্ত করা হয়েছিল। আবারও সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকে যে ৭ দফা দাবি তোলা হয়েছে এটা কারো একার দাবি নয়, এটা জনগণের দাবি। আমরা আন্দোলন করব এবং সরকারকে তার নির্দিষ্ট জায়গামতো পৌঁছে দিব বলেও হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা।

চুরি, ডাকাতি, ছিনতাই যা কিছু আছে তা আজ সরকার পূর্ণ করেছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস।

টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি