ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

গণতন্ত্র আর বিএনপি একই সূত্রে গাঁথা: মির্জা ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র আর বিএনপি একই সূত্রে গাঁথা। বিগত সরকারের নির্যাতনে বিএনপির অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সুযোগ এসেছে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের। এ সুযোগ হাতছাড়া করা যাবে না।

আমলাদের মধ্যে এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মা রয়েছে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টের প্রেতাত্মারা চক্রান্ত করছে। এদের রুখে দিতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শুধু ৫২ কিংবা ১৯৭১ সাল নয়। সেই ব্রিটিশ আমল থেকে গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম চলছে। শেখ হাসিনা গত ১৫ বছর বাংলাদেশের মানুষের ওপর স্টিম রোলার চালিয়ে গেছে, সেটাকে উপেক্ষা করে আজ আমরা একটা মুক্ত পরিবেশে এসেছি।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমে আমরা সুযোগ পেয়েছি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করার। সেই সুযোগ যেন আমরা হেলায় না হারায়। আজ এমন একটা অবস্থা তৈরি করতে হবে যাতে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি