ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠান প্রকল্পের সন্মেলন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪২, ১৮ ডিসেম্বর ২০১৯

গণতান্ত্রিক সুশাসন ও উন্নয়নে জনসম্পৃক্ত তৃণমুল প্রতিষ্ঠানের ভুমিকা প্রকল্পের সন্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকাস্থ আইসিসিবিতে এটি অনুষ্ঠিত হয়। সিপিডি, অক্সফ্যাম ও ইউরোপিয়ান ইউনিয়ন এর যৌথ আয়োজনে প্রোগ্রাম সহযোগিতায় ছিল এসডিজি বাস্তবায়নে নাগরিক ফ্লাটফর্ম, বাংলাদেশ। 

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সন্মেলনের শুরুতে প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন ড.দেবপ্রিয় ভট্টাচার্য সন্মানীয় ফেলো সেন্টার ফর পলিসি ডায়ালক (সিপিডি)। প্রকল্পের কার্যক্রম সম্পর্কিত বক্তব্য রাখেন, ড.খালিদ হাসান ইকোনমিক জাস্টিস এ্যান্ড রেজিলিয়েন্ট প্রোগ্রাম ম্যানেজার। অধিবেশন সম্পর্কে ধারনা প্রদান করে বক্তব্য রাখেন তৌফিকুল ইসলাম খান সিনিয়র রিচার্স ফেলো সিপিডি।

এরপর সকল অংশগ্রহণকারী তিনটি ভেন্যুতে বিভক্ত হয়ে তিনটি সমান্তরাল অধিবেশনে অংশগ্রহণ করেন। অধিবেশনসমুহে আলোচ্য বিষয় ছিলো ১. কৃষি ও ভিজিডি ২.স্বাস্থ্য এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি ৩.শিক্ষা।

তিনটি সমান্তরাল অধিবেশনে সভাপতিত্ব করেন,যথাক্রমে- ড.খালিদ হোসেন,আশিষ বড়ুয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর ওয়াস অক্সফ্যাম ইন বাংলাদেশ,মাহমুদা সুলতানা জেন্ডার জাস্টিস প্রোগ্রাম ম্যানেজার অক্সফ্যাম ইন বাংলাদেশ। 

অধিবেশনগুলোতে স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরা এ তিনটি বিষয়ের উপর তিনটি সামাজিক নিরিক্ষার প্রতিবেদন উপস্থাপন করেন। এবং প্রতিবেদনের উপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ড. আখতার আহম্মেদ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইফপ্রি, মো. আবুল হাশিম অতিরিক্ত পরিচালক প্রশিক্ষণ,হোসনেয়ারা হাসি প্রধান নির্বাহী জাগো নারী, ড. মুশতাক রাজা চৌধুরী,মো. আব্দুর রহমান হেড অফ প্রোগ্রাম আরডিআরএস বাংলাদেশ ড. মোস্তাফিজুর রহমান প্রোগ্রাম ম্যানেজার গণস্বাক্ষরতা অভিযান।

বিকাল বেলায় দ্বিতীয় বা সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন, অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড.দীপঙ্কর দত্ত,প্রকল্পের প্রামান্যচিত্র প্রদর্শন করেন ড.ফাহমিদা খাতুন। 

উল্লেখ্য যে উক্ত সন্মেলনে রিকল ২০২১ প্রজেক্ট এসডিআই সন্দ্বীপের পক্ষ হতে এসডিআই এর নির্বাহী পরিচালক মো. শামসুল হক,কর্মসূচী কর্মকর্তা আশরাফ হোসেন, সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া, প্রেসক্লাব সভাপতি রহিম মোহাম্মদ,ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ,আবুল খায়ের নাদিম,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু,মাষ্টার ফজলুল করিম বাবুল,রিকল প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর বাদল রায় স্বাধীন ও বিভিন্ন স্তরের মোট ২৬জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য,স্যানিটেশন,শিক্ষা,কৃষি দপ্তরগুলোতে বিরাজমান বিভিন্ন সমস্যা উঠে আসার পর সেগুলো নীতিনির্ধারনী পর্যায়ে পরামর্শ হিসেবে গ্রহন করে তা লাঘবে ভুমিকা রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন সংশ্লিষ্ঠ অধিদপ্তর থেকে আগত প্রতিনিধিরা।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি