গণভবনের কর্মকর্তাদের নামে বাবা-মেয়ের প্রতারণা (ভিডিও)
প্রকাশিত : ১০:১৩, ২৫ নভেম্বর ২০২৩
নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেয়ার শর্তে টাকা দাবি করা প্রতারক চক্রের দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ চক্র গণভবনের কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা চালাতো বলে জানিয়েছে গোয়েন্দারা।
ইয়াসিন ও তার মেয়ে সুমাইয়া। গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন নম্বর ক্লোন করে মনোনয়ন পাইয়ে দেয়ার আশ্বাস দেয় এক মনোয়নয়ন প্রত্যাশীকে।
এভাবেই বাবা ও মেয়ে প্রতারণা করে মনোনয়ন প্রত্যাশীদের সাথে। ফোনে ট্রু কলার সেট করায় মনোয়ন প্রত্যাশীরাও তাদের কথায় আস্থা পায়।
কয়েকজনকে ফোন দেয়ার পর মনোনয়ন প্রত্যাশীদের একজন রাজধানীর উত্তরা থানায় অভিযোগ করলে নোয়াখালী থেকে এই দুইজনকে গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, ফোনে মনোনয়ন প্রত্যাশীদের দলের ফান্ডে ২০ কোটি টাকা জমা দেয়ার জন্য প্রস্তুত থাকতেও বলা হয়।
ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন, সেই সূত্রে দলের ফান্ডে নমিনেশনের জন্য ২০ কোটি টাকা দিতে হবে। আপনি ডোনেশন রেডি করে রাখবেন, যে কোনো সময়ে দলের ফান্ডে জমা দিতে বলা হবে এবং তাৎক্ষণিক জমা দিয়ে দিবেন। এর আগে আপনি আমার সাথে দেখা করবেন। এই চক্রকে নোয়াখালী থেকে আটক করা হয়েছে। এই রকম প্রতারণা কাজে বাবা ও মেয়ে দু’জনেই কাজ করেন।”
এ ধরণের কেউ ফোন দিলে যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
হারুন অর রশীদ বলেন, “তারা ব্যবহার করেন গণভবনের নাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম। সেখানে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের নামটা ব্যবহার করে। শুধু তাই নয়, তাদের ছবি ব্যবহার করে টেলিফোন করে। আসলে এটা হলো প্রতারণার নতুন কৌশল।”
চক্রের সদস্যরা আধুনিক প্রযুক্তিতে পারদর্শী বলেও জানায় গোয়েন্দা পুলিশ।
এএইচ
আরও পড়ুন