গণস্বাস্থ্য হাসপাতালে ডা. জাফরুল্লাহর প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা
প্রকাশিত : ১১:১৩, ১৪ এপ্রিল ২০২৩ | আপডেট: ১১:১৬, ১৪ এপ্রিল ২০২৩
গণস্বাস্থ্য ট্রাষ্টি বোর্ডের প্রতিষ্ঠা ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারের আশুলিয়ায় তার নিজের হাতে গড়া প্রতিষ্ঠান গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিএইচ এ ভবনের মাঠে রাখা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় তার লাশ বাহী ফ্রিজিং গাড়ি উন্মুক্ত করা হয় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য।
গতকাল রাতেই ঢাকা থেকে তার লাশবাহী ফ্রিজিং গাড়ি আশুলিয়ার মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসা হয়।
আজ সকাল থেকেই ঢাকা ও সাভারের বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ছুটে এসেছেন দেশের জন্য নিবেদিত প্রাণপ্রিয় এই মানুষটিকে এক নজর দেখে শ্রদ্ধা নিবেদনের জন্য।
সর্ব সাধারণের জন্য শ্রদ্ধা নিবেদন ও জুম্মার নামাজের পরে সেখানে জানাযা শেষে সূচনা ভবনের পাশে তাকে দাফন করা হবে। ইতিমধ্যে কবর খোড়াখুড়ির কাজও করা হচ্ছে সেখানে।
প্রিয় এই মানুষটি না ফেরার দেশে চলে যাওয়ায় গণস্বাস্থ্য হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।
এএইচ
আরও পড়ুন