ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

গণহত্যার দায়ে দুই খেমারুজ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ১৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৬:১০, ১৬ নভেম্বর ২০১৮

১৯৭৫- ১৯৭৯ সালে খেমারুজ শাসনকালে গণহত্যার দায়ে খেমারুজের দুই জ্যেষ্ঠ নেতাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। জাতিসংঘ সমর্থিত যুদ্ধাপরাধ আদালত শুক্রবার এ ঐতিহাসিক রায় দেয়।
আদালতের বিচারক জজ নীল নুন বলেন, ‘ আদালতে প্রমাণিত হয়েছে যে, সমস্ত অপরাধের জন্য নুওন চীই দায়ী।’
‘এ মামলায় আরো উল্লেখ করা হয়, এটি একটি গণহত্যা মামলা। চ্যাম প্রদেশের মুসলিম ও ভিয়েতনামি ক্ষুদ্র নৃগোষ্ঠির বিরুদ্ধে গণহত্যা সংঘঠিত হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘ বিচরে নুওন চী কে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে।’
তিনি আরো জানান, প্রাদেশিক প্রধান কিউ সামফানও ভিয়েতনামী নৃগোষ্ঠীর গণহত্যায় দোষী সব্যস্ত হয়েছে এবং সেও যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত হয়েছে।’

সূত্র : এএফপি
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি