ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

গণহত্যায় নিহত শহীদদের স্মরণে রাবিতে প্রদীপ প্রজ্বলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৪, ২৫ মার্চ ২০১৮

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাদের হাতে নির্মমভাবে নিহত শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। রোববার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কর্মসূচি পালন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক এম এ বারী, রেজিস্ট্রার অধ্যাপক মোস্তাফিজু রহমান আল আরিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্দুস সোবহান বলেন, পাকিস্তানিরা আমাদের দমিয়ে রাখতে চেয়েছিলো। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ তা মেনে নেয় নি। তাই তারা এই গণহত্যায় মেতেছিলো। বিশ্ব সেদিন দেখেছিলো তারা কত বর্বর আচরণ করেছিলো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর আবাসিক হল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রদীপ প্রজ্বলন করেন।

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি