ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

গণ বিশ্ববিদ্যালয়ে সব সংগঠনের কার্যক্রম বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ৯ আগস্ট ২০১৮

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সব সংগঠনের কার্যক্রম আগামী ১ মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, আজ বৃহস্পতিবার থেকে আগামী মাসের ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১ মাসের জন্য সব সংগঠনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে কেন বন্ধ ঘোষণা করা হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

কালের কণ্ঠ শুভ সংঘ গণবি শাখার সভাপতি রানা মিত্র বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। একটি বিশ্ববিদ্যালয়ের মুক্তচিন্তার ধারক ও বাহক হিসেবে কাজ করে সংগঠনগুলো। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি এবং সংগঠন গুলোর কার্যক্রম দ্রুত শুরু করার অনুমতি প্রার্থনা করছি।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানরা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত তাদের সিদ্ধান্তের পরিবর্তন করবেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি