ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গত ১ বছরে ফুল বিক্রি হয়েছে ৮শ কোটি টাকা

প্রকাশিত : ০৯:৪২, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৪৪, ৩১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

ফুল চাষে সরকারী-বেসরকারী পৃষ্ঠপোষকতা পেলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে যোগ হবে নুতন সম্ভাবনা। এমনটাই দাবী ফুল উৎপাদক ও বিক্রেতাদের। তারা জানান, গত ১ বছরে ফুল বিক্রি হয়েছে ৮শ কোটি টাকা। এদিকে সবসময়ই দেশীয় ফুলের সৌন্দর্য উপভোগ করার সুযোগ চান সবস্তরের মানুষ। দেশীয় হরেক রকম ফুলের সঙ্গে পরিচিত হতে আর সৌন্দর্য উপভোগ করতে সব বয়সী মানুষের উপচে পড়া ভীড়। যেনো ফুল প্রেমীদের মিলনমেলা। নানা জাতের ফুলের সুবাস আর সৌন্দর্যে মুগ¦ সবাই। বাহারী ফুলের এই মিলনমেলার আয়োজক,ফুল উৎপাদকরা জানান, প্রতিবন্ধকতা না থাকলে, আর প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে ফুল ব্যবসা হতে পারে কর্মসংস্থানের বড় ক্ষেত্র। গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে দেশের অর্থনৈতিক উন্নয়নেও । দেশীয় ফুলের চাহিদা অনেক। আর বিকিকিনিও ভাল হয়েছে জানালেন ফুল বিক্রেতারা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশীয় হরেক রকম ফুলের সমাহারে আয়োজন করা হয় ২ দিন ব্যাপি বাংলাদেশ ফ্লাওয়ার ফেষ্ট। সরকার ফুলের চাষের প্রতি নজর দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন, এমনটিই প্রত্যাশা ফুল উৎপাদক,বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি