গন্তব্যে পৌঁছাতে অনেকেই বেছে নিচ্ছেন আকাশপথ(ভিডিও)
প্রকাশিত : ১১:১২, ২০ আগস্ট ২০১৮
প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির জন্য গন্তব্যে পৌঁছাতে অনেকেই বেছে নিচ্ছেন আকাশপথ। তবে, দু’মাস আগেই শেষ হয়েছে এয়ারলাইন্স গুলোর অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট। কোন কোন এয়ারলাইন্স ঈদ উপলক্ষে বাড়িয়েছে ফ্লাইটের সংখ্যা। হেলিকপ্টারের মাধ্যমেও যাচ্ছেন অনেকে।
ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে অনেকেরই পছন্দ আকাশপথ।
যাত্রীরা বলছেন, খরচ বেশি হলেও স্বল্প সময়ে পৌঁছানো যায় গন্তব্যে।
সময়ের সাথে সাথে বাড়ছে আকাশপথের যাত্রী। তাই বাড়তি ফ্লাইটের ব্যবস্থা করতে হচ্ছে এয়ারলাইন্স গুলোকে। তবে, এবার দু’মাস আগেই অভ্যন্তরীণ রুটের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শুধুমাত্র অভ্যন্তরীণ নয়, টিকিটের চাহিদা বেড়েছে আন্তর্জাতিক রুটের ফ্লাইটেরও। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উদযাপন করতে স্বপরিবারে দেশের বাইরে যাচ্ছেন অনেকে।
আকাশ পথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যাত্রীরা কয়েক মাস আগে থেকেই টিকিট কেটে রাখেন বলেও জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
আরও পড়ুন