ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

গভর্নর পদ থেকে আনোয়ার চৌধুরীকে প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ১৪ জুন ২০১৮

ব্রিটিশ শাসিত দ্বীপপুঞ্জ কেইম্যান আইল্যান্ডে সদ্য নিয়োগ পাওয়া গভর্নর পদ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার চৌধুরীকে সাময়িকভাবে প্রত্যাহার করেছে ব্রিটিশ সরকার। কিছু অভিযোগ আসায় তদন্তের স্বার্থে তাকে এই পদ থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার কেইম্যান আইল্যান্ডের হেড অব গর্ভমেন্ট প্রেমিয়ার আলদেন ম্যাকলাইন জানিয়েছেন, আনোয়ার চৌধুরীকে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে ডেকে পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি লন্ডনেই থাকবেন। আগামী ৪ থেকে ৬ সপ্তাহ তার বিরুদ্ধে তদন্ত চলবে।
আনোয়ার চৌধুরীর অবর্তমানে কেইম্যান আইল্যান্ডে ভারপ্রাপ্ত গর্ভনরের দায়িত্ব পালন করবেন বর্তমান ডেপুটি গর্ভনর ফ্রাঞ্জ মেন্ডারসন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি