ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গরিব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বাচিপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ২৭ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গরিব ও দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। 

আজ শনিবার রাজধানী শাহবাগ মোড়ে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। 

দুর্বৃত্তদের নাশকতার কারণে মেট্রোরেলসহ বিভিন্ন সরকারি স্থাপনার ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানান দীন মো. নূরুল হক।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, বিএসএমএমইউ-এর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব ডা. কামরুল হাসান মিলন, বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি