ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

গরীব মানুষ ও শশিুদরে বন্ধু গাইবান্ধায় ১ টাকার মাষ্টার

প্রকাশিত : ১৩:৫৪, ৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫৪, ৯ সেপ্টেম্বর ২০১৬

শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে অনেক শিক্ষক যখন আয় করছেন হাজার হাজার টাকা, তখন গাইবান্ধার সদরে লুৎফর মাষ্টার ছাত্র পড়িয়ে নেন মাত্র এক টাকা। গ্রামে ঘুরে ঘুরে দরিদ্র শিশুদের মাঝে তিনি ছড়িয়ে দিচ্ছেন জ্ঞানের আলো। ওদের সামর্থ নেই স্কুলের বাইরে কোচিংয়ে পড়ার। তাই তারা ছুটে এসেছে এক টাকার মাষ্টার লুৎফর রহমানের কাছে। গাইবান্ধা শহর থেকে ৭ কিলোমিটার দূরে লুৎফর মাষ্টারের বাড়ি । ১৯৭২ সালে ফুলছড়ির গুনভরি উচ্চ্ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি। অভাবের কারনে আর পড়ালেখা করতে পারেননি। এ দু:খবোধ থেকে তিনি দরিদ্র শিশুদের পড়াশোনা শেখানোর ভার নেন। তারমতো অবস্থায় যাতে শিশুদের পড়তে না হয়, সেজন্য সদা সচেষ্ট লুৎফর মাষ্টার। স্থানীয়রা জানায় ১৯৮৪ সাল থেকে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে পড়ালেখায় সহযোগিতা করছেন তিনি। বিনিময়ে নেন- চার আনা থেকে ১ টাকা। সেই থেকে তার নাম হয়ে যায় এক টাকার মাষ্টার । লুৎফর মাস্টারের মত আরও কিছু সাদা মনের মানুষ অসহায় শিশুদের পাশে দাড়ালে, দেশ হতো আরও আলোকিত।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি