ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গর্ভাবস্থায় অতিরিক্ত মোবাইল ব্যবহারে হতে পারে প্রতিবন্ধী সন্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বে গত এক শতাব্দিতে যত প্রযুক্তি বেরিয়েছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মোবাইল ফোন। ছোট-বড় সবার হাতে রয়েছে এ সহজ যোগাযোগ মাধ্যমটি। আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োজন অনেক বেশি হলেও, এর দ্বারা অনেক স্বাস্থ্যঝুঁকি রয়েছে। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য ডেকে আনতে পারে ভয়াবহ দুঃসংবাদ। 

এ ব্যাপারে একুশে টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।

গর্ভবতী মায়েরা যদি নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে তার গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হতে পারে কি-না এমন প্রশ্নের জবাবে ডা. মনিলাল বলেন, ‘মোবাইল ফোনের মূল ঝুঁকিটাই হচ্ছে গর্ভস্থ বাচ্চা, মা ও শিশু-কিশোরদের জন্য। বাচ্চারা নিউরল প্লাস্টিসিটির কারণে সহজেই যেকোনো কিছুতে এডিক্টেড হয়ে পড়ে। এর ফলে তার চোখের যে দৃষ্টিশক্তি তা নষ্ট হতে থাকে।

তিনি বলেন, আমরা জানি গর্ভস্থ বাচ্চাদের সবকিছু অত্যন্ত সংবেদনশীল। ফলে মোবাইল ফোন অধিক ব্যবহারের কারণে তাদের কানের বধিরতা থেকে শুরু করে অটিজম পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে অটিজমের অন্যতম প্রধান কারণ এই মোবাইল আসক্তি।

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি