ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গলব্লাডারে স্টোন আছে বুঝবেন যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

পেটে মাঝে মাঝে ব্যথা হলে সাধারণত সবাই ধারণা করে থাকে গ্যাসটিক বা অ্যাসিডিটির। এই ধারণা ভুলও হতে পারে। পেটের ওপরের অংশের ডানদিকে তীব্র ব্যথা, জ্বর, বমি হলেই বুঝতে হবে এটি গলব্লাডার স্টোনের লক্ষণ।

উপবাস বা দীর্ঘক্ষণ না খেয়ে থাকার প্রবণতা থেকেই এরকম হয়ে থাকে। তবে সবসময় যে স্টোন হলেই এরকম ব্যথা হবে তা নয়। কিন্তু সম্ভাবনা থেকেই যায়।

এবার দেখে নিন গলব্লাডারে স্টোন হলে তার লক্ষণগুলো কি কি- 

১. ওপরের পেটের ডানদিকে তীব্র ব্যথা হবে, যা ডান কাঁধে ছড়িয়ে থাকে এবং রোগীর বমি হবে। 

২. অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। এ লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

৩. হঠাৎ করে তৈলাক্ত জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার বা তেলযুক্ত মাংস খেলে এ রকম ব্যথা হতে পারে। তবে গ্যাসের ওষুধ খেলে এটি ভালো হয়ে যায়।

৪. অনেক সময় মধ্য পেটে ব্যথা হয়ে থাকে। এক সময় এই ব্যথা একেবারে পেছন দিকে চলে যায়। 

৫. জ্বরের সঙ্গে বমি হতে পারে। রোগী এক্ষেত্রে টক্সিক হয়ে যেতে পারে। 

৬. জ্বরের সঙ্গে জন্ডিস হতে পারে। এ ক্ষেত্রে যা হয় তা হল পাথর হয়তো পিত্তনালিতে চলে গেছে। সেজন্য জ্বর হয়ে কোলেনজাইটিস নিয়ে আসতে পারে। 

এগুলোর মধ্যে কোন একটি লক্ষণ থাকলেই দ্রুত চিকিৎসকের কাছে যাবেন। একেবারেই অবহেলা করবেন না বা ফেলে রাখবেন না। অল্প সমস্যাতে গ্যাসের ওষুধ খাওয়া কোনও স্থায়ী সমাধান নয়।

এএইচ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি