গাঁজা সংকটে মুসলিম নেতাদের সাহায্য চাইলেন এরদোগান
প্রকাশিত : ১০:১৯, ১৯ মে ২০১৮
ফিলিস্তিনের গাঁজায় ইজরায়েলী বাহিনীর হামলার বিষয়ে মুসলিম বিশ্বের নেতাদের সাহায্য চাইলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গতকাল শুক্রবার মুসলিম রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলন ওআইসি বৈঠকে বিশ্ব নেতাদের প্রতি এই আহ্বান জানান তিনি।
গাঁজার পূর্ব পুরুষদের ভূমি ফিরে পাওয়ার ফিলিস্তিনিদের আন্দোলনকারীদের সঙ্গে ইজরায়েলি বাহিনীর অসম সংঘর্ষে ইতোমধ্যে নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনি আন্দোলনকারীদের ইট-পাথরের জবাবে ইজরায়েলী সেনাবাহিনী স্নাইপার বন্দুকধারী দিয়ে গুলি চালায়। বিগত প্রায় ৭০ বছরের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে এটিই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা।
ওআইসি শীর্ষ সম্মেলনে এরদোগান গাঁজায় হত্যাকান্ডের জন্য ইজরায়েলকে ‘দায়ী’ করেন। ইস্তাম্বুল সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “ফিলিস্তিনিবাসীদের ওপর ইজরায়েলী আগ্রাসনের প্রতিবাদে আমরা এগিয়ে এসে বিশ্বকে আমরা দেখিয়ে দেই যে, মানবতা এখনও মরে যায়নি”।
ওআইসি সম্মেলনের আগেও গাজা ইস্যুতে মুসলিম নেতৃবৃন্দের ফিলিস্তিনের পক্ষে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন এরদোগান। ব্যক্তিগতভাবে ফোন দিয়ে কথা বলেছেন বেশ কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে।
এদিকে গতকালই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল গাঁজায় ইজরায়েলী সেনাদের আগ্রাসন তদন্তে তদন্ত দল পাঠানোর প্রস্তাব পাস করেছে।
সূত্রঃ আল-জাজিরা
//এস এইচ এস// এআর