ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

গাংনীতে বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১, ৩১ মে ২০২৩

নিহত লাল্টু মিয়া

নিহত লাল্টু মিয়া

মেহেরপুরের গাংনীতে বালু ব্যবসায়ী লাল্টু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আজ বুধবার (৩১ মে) সকালে পৌর শহরের বাঁশবাড়িয়া বাজার এলাকার একটি বালুর গাদার উপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

লাল্টু মিয়া এ উপজেলার পোড়াপাড়া গ্রামের খেদের আলীর ছেলে। 

লাল্টুর ভাগ্নে ইয়াকুব আলীর অভিযোগ করে বলেন, ৩ শতক জমি নিয়ে লাল্টুর সঙ্গে প্রতিবেশি কয়েকজনের বেশ কিছুদিন যাবৎ বিরোধ চলছিল। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে লাল্টু মিয়াকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে মরদেহ বালিচাপা দিয়ে রেখে যায়।

স্বজনদের আহাজারি

পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়া হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে রয়েছি, ঘটনা সম্পর্কে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি