ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

গাইবান্ধায় পান চাষে লাভবান কৃষক

প্রকাশিত : ১২:০৪, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:০৪, ২১ নভেম্বর ২০১৬

গাইবান্ধায় বছর জুড়েই চাষ হচ্ছে পান। বেচা-বিক্রিও ভালো। এতে লাভবান হচ্ছে কৃষক। আবাদে খরচও কম। তাই অনেকেই আগ্রহী হচ্ছে পান চাষে। তুলনামূলক উঁচু এবং পানি জমে না এমন জমিই পান চাষের উপযোগী। খড়ের ছাউনি ও বেড়া দিয়ে তৈরি করা হয় বরজ । এসব বরজ থেকে সপ্তাহে ২ দিন করে ১২ মাসেই পান তোলা যায়। পান চাষ করে সাবলম্বী হয়েছে গাইবান্ধার অনেক কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পান যাচ্ছে বিভিন্ন জেলায়। কৃষকরা বলছেন, ঋণ সুবিধা পেলে পানের আবাদ আরো বাড়বে। কৃষি বিভাগ বলছে, পান চাষে খরচ কম, লাভ বেশি। আর উৎপাদন বাড়াতে দেয়া হচ্ছে  প্রয়োজনীয় পরামর্শ। গাইবান্ধার চার উপজেলার ২শ’ হেক্টর জমিতে প্রায় ১ হাজার ৮শ’ পানের বরজ রয়েছে। যেখান থেকে বছরে প্রায় ১ হাজার ২শ’ টন পান উৎপাদিত হচ্ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি