ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাইবান্ধা সদর হাসপাতালে জনবল সংকটে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ২৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:২৮, ২৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জনবল সংকটে ভোগান্তিতে আছেন গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের রোগীরা। দুশ’ শয্যার হাসপাতালটি চলছে মাত্র ১৬জন চিকিৎসক দিয়ে। চারবছর আগে শয্যা সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি চিকিৎসক ও নার্সের সংখ্যা। তৈরি হয়নি পর্যাপ্ত অবকাঠামো। জনবল সংকটে চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের চিত্র। চিকিৎসা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও দেখা মিলছে না চিকিৎসকের।

৪২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও মাত্র ১৬ জন চিকিৎসক নিয়ে জেলার প্রায় ২৫লাখ মানুষের সেবা দিচ্ছে হাসপাতালটি। শুধু তাই না, হাসপাতালের ওয়ার্ডগুলোতেও নেই পর্যাপ্ত আলো বাতাস। শয্যা সংকটে ভর্তি রোগীদের থাকতে হচ্ছে মেঝে কিংবা বারান্দায়।

সংকটের বিষয়টি স্বীকার করে হাসপাতালের উপ-পরিচালক জানিয়েছেন রোগীদের সেবা নিশ্চিতে ১২তলা ভবন নির্মাণে এরইমধ্যে পরিকল্পনা নেয়া হয়েছে।  

২০১৪ সালের হাসপাতালটিকে ২শ’ শয্যায় উন্নীত করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি