ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাছ না কেটে নতুন করে বনায়নের দাবি জিএম কাদেরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ১২ মে ২০২৪

Ekushey Television Ltd.

দেদারছে গাছ না কেটে নতুন করে বনায়নের দাবি জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। 
তিস্তা সেচ প্রকল্প উন্নয়নের নামে বন বিভাগের গাছ কাটার সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করে তিনি আজ এক বিবৃতিতে আরো বলেন, গাছ কাটা বন্ধ রেখে, নতুন করে বনায়ন করুন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দেশ এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এমন বাস্তবতায় দেদারছে গাছ কাটার সিদ্ধান্ত আত্মঘাতি ও ক্ষমার অযোগ্য।

বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেন, ইতোমধ্যেই নীলফামারী সদরের চান্দের হাট বাহালীপাড়া এলাকায় অন্তত ২০টি গাছ কাটা হয়েছে। ঐ এলাকায় এর আগেও গাছ কাটা হলেও নতুন করে বনায়ন করা হয়নি। এর বিরূপ প্রভাবে তিস্তার অনেকাংশ মরুভূমি হতে চলেছে। আবার নীলফামারী সদর ও ডিমলা উপজেলার প্রকল্প এলাকায় গাছ কাটা হয়েছে। 

তিনি বলেন, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে পরিবেশ রক্ষার বিষয়সমূহ গুরুত্ব দিয়ে বিবেচনা করা স্বাভাবিক নিয়মের মধ্যেই অন্তর্ভূক্ত। তথাপি প্রকল্প বাস্তবায়নে এতো বিপুল সংখ্যক বৃক্ষ্ম নিধন করা উচিত নয়। গাছের অভাবে দেশের প্রকৃতিক পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই, গাছ কাটার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য তিনি আহ্বান জানান।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি