ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

গাজার স্কুলে ইসরায়েলের বোমা হামলায় নিহত অর্ধশতাধিক

আজহারুল ইসলাম

প্রকাশিত : ১৪:৩৩, ৫ ডিসেম্বর ২০২৩

পুরো গাজা উপত্যকা জুড়েই আক্রমণ চালাচ্ছে ইসরাইল। একটি স্কুলে বোমা হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক। এদিকে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। জবাবে, ইসরাইলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে হামাসের আল-কুদস বিগ্রেড। 

গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। লাশের গন্ধে ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস।

ইসরায়েলি ট্যাংকগুলো অঞ্চলটির দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের কাছে দক্ষিণ গাজায় প্রবেশ করেছে। যোগ হয়েছে সাঁজোয়া যান এবং বুলডোজারও।

গাজা শহরের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেয়া দুটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে শতাধিক।

ইসরাইলের বর্বরতা থেকে বাঁচতে প্রতি ৫ জনে ৪ জনই পালাচ্ছে বলে জানিয়েছে ইউনাইটেড ন্যাশন্স রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর ফিলিস্তিন। সংস্থাটি বলছে, পরিস্থিতি এতটাই করুণ যে, গাজার ২২ লাখ বাসিন্দার ১৮ লাখই এখন বাস্তুচ্যুত।

এদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। খান ইউনিসের উত্তর ও পূর্ব দিকে তারা ইসরাইলি সৈন্য ও সামরিক যানের ওপরও হামলা করেছে।

গেল ৭ অক্টোবর থেকে গাজায় বিমান ও স্থল হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮শ’ ৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। সরকারী পরিসংখ্যান অনুসারে এ যুদ্ধে ইসরাইলি নিহতের সংখ্যা এক হাজার ২শ’। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি