ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় আরও ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৯৯ জনে। একই সময়ে নতুন করে আহত হয়েছেন ১৮৩ জন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত আহতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৫৮৩ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, তবে তাদের উদ্ধারে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

সোমবার (৩১ মার্চ) ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮০ জন ফিলিস্তিনি প্রাণ হারান। মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক মহল এমন হামলার নিন্দা জানিয়েছে। ঈদের মতো উৎসবের সময়েও হামলা বন্ধ না হওয়ায় মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

গাজা উপত্যকার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে আটজন রেড ক্রিসেন্টের কর্মী, ছয়জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং একজন জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থার কর্মী ছিলেন।

সংস্থাটির বিবৃতিতে জানানো হয়, নিহতরা আহতদের চিকিৎসা দিতে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের শিকার হন। ঘটনাটি ঘটে রাফাহর হাশাশিন এলাকায়। এখনো নিখোঁজ রয়েছেন এক উদ্ধারকর্মী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা এক সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হন। তবে নিহতদের উদ্ধার করতে গিয়ে নতুন করে হামলার শিকার হতে হয়েছে তাদের।

গাজায় চলমান সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তবে এখনো সংঘাতের সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি