ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত আরও ৮১ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ২৭ মার্চ ২০২৪ | আপডেট: ০৯:১৯, ২৭ মার্চ ২০২৪

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পরও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। 

গাজার মধ্যাঞ্চলের আল-বালাহ, আজ-জাওয়াইদা, আল-বালাহসহ গাজার বিভিন্ন এলাকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এত কমপক্ষে ৮১ জন নিহতের খবর পাওয়া গেছে। 

এদিকে যুদ্ধ জর্জরিত গাজা উপত্যকায় বিমান থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ১৮ জন নিহত হয়েছেন। এক বিবৃতিতে হামাস বিষয়টি নিশ্চিত করেছে। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিমান থেকে ত্রাণ ফেলা হয় গাজার উত্তরাঞ্চলে ভূমধ্যসাগর তীরের কাছে। এ সময় ত্রাণের বস্তা মাথায় পড়ে নিহত হন ১২ জন।  সেই সাথে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান আরও ৬ জন। 

বিমান থেকে ত্রাণের বস্তা ফেলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করেছে হামাস। তার পরিবর্তে সড়ক পথে ত্রাণ পাঠাতে আহ্বান জানিয়েছে সংগঠনটি। 

গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছেন ৩২ হাজার ৪১৪ জন। আহত হয়েছেন ৭৪ হাজার ৭৮৭ জন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি