ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়ালো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ২০ এপ্রিল ২০২৪

ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন প্রায় ৭৬ হাজার ৮৩৩ জন। 

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৪২ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৩ জন আহত হয়েছেন।

গত ছয় মাস ধরে চলা ইসরায়েল-হামাসের এই যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এরপরই গাজায় গত ছয় মাস ধরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি