ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার ইসরায়েলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১০:২৩, ২ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। যুদ্ধে অংশ নেয়া ১৭টি ব্রিগেডের পাঁচটিকে ফিরিয়ে নিচ্ছে তেলআবিব। 

তবে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে আকাশ পানি এবং স্থলপথে ত্রিমুখী হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনারা। মধ্যাঞ্চলীয় দেইর এল-বালাহ শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়ে ১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। 

এদিকে খান ইউনিস ও বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েল ও হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। তেলআবিবের দিকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও জানিয়েছে আল-কাসাম ব্রিগেড। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অভাবে বিভিন্ন আশ্রয় শিবিরের অন্তত ৫০ হাজার গর্ভবতী নারী এবং ৯ লাখের বেশি শিশুর জীবন চরম ঝুঁকিতে রয়েছে। গাজার হাসপাতালগুলোর পরিস্থিতিকে সম্পূর্ণ বিপর্যয়কর আখ্যা দিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা। 

অন্যদিকে লেবানন সীমান্তে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর চার সদস্য নিহত হয়েছেন।

যে পাঁচটি ব্রিগেডকে প্রত্যাহার করা হয়েছে তার মধ্যে কয়েকটি লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে একটি সম্ভাব্য দ্বিতীয় ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি