গাজীপুরে ব্যবহৃত ইভিএম বরিশালে
প্রকাশিত : ১০:২৩, ৩০ মে ২০২৩
সদ্য সমাপ্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন বরিশাল এসে পৌঁছেছে।
সোমবার বিকালে ১৫শ’ ইভিএম মেশিন আসে বরিশালে। শিল্পকলা একাডেমিতে রাখা হয়েছে এসব মেশিন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম। তিনি জানান, গাজীপুরে যে ইভিএম দিয়ে ভোটগ্রহণ করা হয়েছে সেই মেশিনেই ভোট দেবেন বরিশালের ভোটাররা।
বরিশাল সিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় দেড়শতাধিক ব্যক্তিকে ইভিএমের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর মেয়র পদে ৭ প্রার্থী নির্বাচনী মাঠে আছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ১২ জুন নির্বাচনে ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে দুই লাখ ৭৬ হাজার ২৯৮ ভোটার ভোট দেবেন।
এএইচ
আরও পড়ুন