ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

গাজীপুরের তোয়ালে শিল্প মালিকরা লোকসানের মুখে

প্রকাশিত : ১৩:৫০, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫০, ২৫ নভেম্বর ২০১৬

সুতা, রঙসহ উপকরণের দাম বৃদ্ধি এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে লোকসানের মুখে পড়েছেন গাজীপুরের কালীগঞ্জে গড়ে ওঠা দেশের অন্যতম তোয়ালে শিল্প মালিকরা। এই শিল্পের বিস্তার ঘটাতে স্বল্প সুদে ব্যাংক ঋণের দাবি জানিয়েছেন তারা। তবে, শিল্প রক্ষায় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। প্রায় ৫০ বছর আগে কালীগঞ্জ সদর ও বাহাদুরশাদী ইউনিয়নের ১০টি গ্রামে গড়ে ওঠে তোয়ালে তৈরির পাওয়ার লুম কারখানা। লাভজনক হওয়ায় দিনে দিনে প্রসার ঘটে এই ব্যবসার। দেড় শতাধিক কারখানায় কর্মসংস্থান হয়েছে অন্তত ১০ হাজার মানুষের। এখানে তৈরি তোয়ালে খ্যাতি অর্জন করেছে দেশ-বিদেশে। কিন্তু, বর্তমানে সুতা, রঙ ও অন্যান্য উপকরণের দাম বেড়েছে। আর বিদ্যুৎ বিভ্রাটের কারণেও বিঘিœত হচ্ছে হচ্ছে উৎপাদন। ফলে, ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। কারখানায় কাক্সিক্ষত উৎপাদন না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরাও। তবে, ঐতিহ্যবাহী এই শিল্প রক্ষা ও প্রসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ব্যবসা টিকিয়ে রাখতে সহজশর্তে ব্যাংক ঋণসহ সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলে মনে করেন ব্যবসায়িরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি