ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

গাজীপুরের প্রতিমা কারিগররা ব্যস্ত সময় পার করছেন(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০১৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের প্রতিমা কারিগররা ব্যস্ত সময় পার করছেন। জেলার প্রায় সাড়ে তিনশ’ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

দেবী দূর্গার আগমনী বারতায় সেজেছে প্রকৃতি; শারদীয়া বাতাসে উৎসবের আমেজ। দেবী বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ১৫ অক্টোবর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনের দুর্গোৎসব।

গাজীপুরে এবার প্রায় সাড়ে তিনশ’ মন্ডপে পূজা উদযাপিত হবে। দূর্গা দেবী, লক্ষ্মী, স্বরস্বতী, কার্তিক ও গণেশ তৈরিতে কারিগররা পার করছেন ব্যস্ত সময়। প্রতিমা তৈরির সরঞ্জাম ও রঙের দাম বেশি থাকায় খরচ বেড়ে গেছে বলে জানান তারা।

শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে আশাবাদী পূজা উদযাপন কমিটির নেতারা।

দূর্গাপূজা উদযাপনে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক।

ধর্ম যার যার উৎসব সবার, আনন্দ ও উচ্ছ্বাসে সার্বজনীন উৎসবে মেতে ওঠার অপেক্ষা এখন।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি