গাজীপুরের মাওনা-ধামরাই সড়ক চলাচলের অযোগ্য(ভিডিও)
প্রকাশিত : ০৯:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:০৩, ১৬ সেপ্টেম্বর ২০১৮
মেরামত ও সংস্কাররের অভাবে গাজীপুরের মাওনা-ধামরাই সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন চলাচলকারীরা। তবে সংস্কারের আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ।
মাওনা-ফুলবাড়ীয়া-ধামরাই ৫২ কিলোমিটার জুড়েই সড়কের এমন ভগ্নদশা। বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে, ছোট বড় গর্ত আর খানাখন্দ। অনেকদিন ধরে সংস্কার হচ্ছে না বলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি।
এ নিয়ে দুর্ভোগে পড়েছেন এই জনপদের মানুষ। ঢাকা-আরিচা মহাসড়কের সাথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিকল্প যোগাযোগও এতে বিঘিœত হচ্ছে।
তবে শিগগিরই সড়ক সংস্কারের কাজ শুরুর আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। এরই মধ্যে এ নিয়ে দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী।
সংস্কারের পর সড়কটি ঘিরে এই জনপদের জনজীবন আরও গতিশীল হবে, এমনটাই দাবি করছেন স্থানীয়রা।
আরও পড়ুন