ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

গাজীপুরে অগ্নিদগ্ধ হয়ে আসামির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ২৫ নভেম্বর ২০১৮

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা হাজতে রিমান্ডে থাকা মানব পাচারকারী মামলার এক আসামি তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম মশিউর রহমান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, মানবপাচার মামলার দুই আসামি মশিউর রহমান ও আসাদুজ্জামানকে গত ২১ নভেম্বর ৫ দিনের রিমান্ডে আনা হয়। গত রাত ১০টার দিকে মশিউর দিয়াশলাই দিয়ে নিজের শরীরের কাপড়ে আগুন ধরিয়ে দেয়।  

এ সময় থানা হাজতে থাকা অপর আসামি আসাদুজ্জামান চিৎকার শুরু করেন। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টার দিকে মশিউর মারা যায়।

 গত ১৪ নভেম্বর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে এক শিশু চুরি করে নেওয়ার অভিযোগে আটক হয়।

কেআই/ এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি