ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

গাজীপুরে কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় কারখানার মালিককে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ১৬:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় কারখানার মালিক মকবুল হোসেনকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে টঙ্গী থানার উপপরিদর্শক অজয় চক্রবর্তী বাদি হয়ে মকবুল হোসেনের ছেলে-মেয়েসহ মোট ১০ জনের বিরুদ্ধে এ মামলা করেন। এর আগে কারখানার কর্মী নিহত জুয়েলের বাবা আব্দুল কাদের পাটোয়ারি বাদি হয়ে ৮ জনের নামে টঙ্গী থানায় মামলা দায়ের করেছিলেন। এদিকে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে, রাসায়নিক বিস্ফোরণের আশঙ্কায় সতর্ক হয়ে কাজ করতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গত ১০ সেপ্টেম্বর কারখানাটিতে আগুন লাগে। এতে এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন, আহত হয়েছেন ৩৫ জন এবং নিখোঁজ রয়েছেন ১১ জন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি