গাজীপুরে কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণে ৪ জন দগ্ধ
প্রকাশিত : ০৯:০৪, ২৯ ডিসেম্বর ২০২৪
গাজীপুরের কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা নামে একটি ওষুধ কারখানার কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ হয়ে ৪ জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ।
শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ।
দগ্ধরা হলেন- খালিদ আব্দুল্লাহ, হৃদয়, স্বাধীন ও আরমান আলী। তারা সবাই ওই কারখানায় শ্রমিক।
ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরের কোনাবাড়ি বিসিক এলাকায় ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশেই রাখা কেমিক্যাল ভর্তি একটি ড্রাম বিস্ফোরিত হয়। এতে ওই কারখানার ৪ জন শ্রমিক দগ্ধ হন।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন বিস্ফোরণের আগুন নিভিয়ে ফেলে। দগ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বিসিক এলাকায় ব্রিষ্টল ফার্মা কারখানার ভেতর কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ হয়ে ৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা আগুন নিভিয়ে ফেলেন। তবে কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ পোড়া ছিল।
বিস্ফোরণের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।
এএইচ
আরও পড়ুন