ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে খুলেছে সব পোশাক কারখানা, কড়া নিরাপত্তা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৫, ৫ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ০৯:১২, ৫ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় খুলে দেয়া হয়েছে তৈরি পোশাক কারখানাসহ সকল শিল্প প্রতিষ্ঠান। কারখানা এলাকার নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহলও।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দলে দলে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করেছেন। 

গত কয়েকদিন শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় গাজীপুরে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে বুধবার বিজিএমইএ’র সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে আজ থেকে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেন মালিকরা। 

সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে কারখানা খোলা হয়। কাজে যোগ দিয়েছেন নারী-পুরুষ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। 

গাজীপুর শিল্পাঞ্চল-২র অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ জানান, সব কারখানা খোলা রয়েছে। কারখানা এলাকায় নিরাপত্তায় প্রায় ৯শ’ শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি