গাজীপুরে খোলা আকাশের নীচে নষ্ট হচ্ছে জব্দ করা যানবাহন
প্রকাশিত : ১৩:২৩, ১০ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:২৪, ১০ ফেব্রুয়ারি ২০১৮
গাজীপুরের থানাগুলোতে জব্দ করা যানবাহন মামলা জটিলতা ও নিষ্পত্তি না হওয়ায় খোলা আকাশের নীচে নষ্ট হচ্ছে। বিভিন্ন মামলায় এসব বাহন আটক করে দীর্ঘদিন ধরে আলামত হিসেবে রাখা হয়। আদালতে মামলা নিষ্পত্তি না হওয়ায় আলামত সংশ্লিষ্টদের ফেরত দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
গাজীপুরের ছয় থানায় মামলার আলামত হিসেবে জব্দ করা এসব যানবাহন দীর্ঘদিন ধরে পড়ে আছে। থানা প্রাঙ্গনে আলামতগুলো অরক্ষিত পড়ে থাকায় রোদে পুড়ে- বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে ধীরে ধীরে।
মালিকদের বিরুদ্ধে মামলার দীর্ঘসূত্রিতায় আটক এসব যানবাহনের অবিলম্বে নিলামের ব্যবস্থা করার দাবি জানিয়েছে থানাগুলো।
মামলা নিষ্পত্তি না হওয়ায় এসব আলামত সংশ্লিষ্টদের ফেরত দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।
দ্রুত মামলা নিষ্পত্তি অথবা নিলামের মাধ্যমে আলামত হিসেবে রাখা যানবাহনের ব্যবস্থা নেওয়া হবে এমন আশা করছেন সংশ্লিষ্টরা।
ভিডিও- https://www.youtube.com/watch?v=g3MCIpyOi9s
এসএইচ/
আরও পড়ুন