ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

গাজীপুরে জেএমবির আস্তানায় অভিযান, চারটি বোমা নিষ্ক্রিয় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ২৪ জুন ২০১৮

গাজীপুরে জেএমবির আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। শ্রীপুরে মাওনায় এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ হেডকোয়ার্টারের এলআইসি শাখা, কাউন্টার টেরোরিজম ইউনিট ও বগুড়া জেলা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।  

জেএমবির চার-পাঁচজন সদস্য এই বাড়িতে অবস্থান করছে এমন তথ্যে অভিযান চালানো হয় বলে কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্রে জানা গেছে। বেলা ৩টার দিকে অভিযান শেষ হয় বলে জানান গাজীপুর কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীদুল ইসলাম।

শাহীদুল ইসলাম জানান, ওই বাড়ি থেকে পাওয়া চারটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট মাওনায় গিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করে। অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এর আগে কাউন্টার টেরোরিজমের এডিসি আবদুল মান্নান বলেন, ‘আমরা অভিযানে আছি। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।’

মাওনার ওই বাড়ি থেকে আব্দুর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সেখান থেকে তিনটি পিস্তল ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। আটক রহমানের বাড়ি দিনাজপুরের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামে।  

রবিবার (২৪ জুন) ভোরে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (মাওনা আলহেরা হাসপাতাল) সংলগ্ন ওই বাড়িতে ঢাকা থেকে যাওয়া পুলিশের সদস্যরা অভিযান চালান।

বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, রবিবার আনুমানিক ভোর ৪টার দিকে ঢাকা পুলিশ সদর দফতর থেকে আসা একদল পুলিশ তার বাসার নিচে অবস্থান নেয়। অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পরিচয়ে তার মুঠোফোনে কল দিয়ে বাসার নিচে নামতে বলেন। পরে নিচতলার ঘর তল্লাশি করার কথা বলেন এবং তাকে দোতলায় চলে যেতে বলেন। এক ঘণ্টা তল্লাশি শেষে সকাল ৫টায় আবার তাকে ডেকে নিয়ে যায় পুলিশ। এ সময় তিনি গিয়ে দেখেন পুলিশ তার ভাড়াটিয়া রহমানকে আটক করেছে। এছাড়া তার ঘর থেকে তিনটি পিস্তল ও চারটি বোমা পাওয়ার কথা জানায় পুলিশ। বোমাগুলো ভাড়াটিয়া ঘরের টেবিলের ড্রয়ারে রেখেছিলেন।

তিনি আরও জানান, আব্দুর রহমান স্ত্রী শামসুন্নাহারকে নিয়ে দুই মাস আগে নিচতলার একটি ঘর ভাড়া নেন। তিনি প্রাইভেটকার চালান বলে জানিয়েছিলেন।

এসি    

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি