গাজীপুরে দুই কারখানায় শ্রমিক অসন্তোষ
প্রকাশিত : ১১:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরের দুটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময়ে শ্রমিকরা কিছু সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে রাখে। খবর পেয়ে যৌথবাহিনী সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে আটক করে।
সোমবার সকালে মৌচাকে কোকোলা ফুট প্রোডাক্টস নামে একটি খাদ্য উৎপাদন তৈরি কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান শুরু করে।
অপরদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে সেজন ড্রেসেস কারখানায় এক মাসের বকেয়া বেতনে দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখে।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের মৌচাকে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকদের হাজিরা বোনাস, বাৎসরিক ছুটিসহ ১২ দফা দাবির প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই কারখানাটি বন্ধ ঘোষণা করে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরও আজ সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু সময় অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে কিছু উশৃঙ্খল শ্রমিক বন্ধ থাকার পরও কারখানার ভেতরে জোড়পূর্বক প্রবেশ করে ভাংচুর চালায়।
খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে আটক করে তারা।
গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক নিতাই সরকার জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এএইচ
আরও পড়ুন