গাজীপুরে দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা
প্রকাশিত : ১১:৩৮, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১১:৩৮, ৫ এপ্রিল ২০১৬
অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও প্রশাসনের তদারকির অভাবে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৪ নম্বর ওয়ার্ডের শরীফপুর এলাকায় দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এতে অসহনীয় ভোগান্তিতে পড়েছে ৩০ হাজার পরিবার। এদিকে, দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিয়েছে সিটি করপোরেশন।
দেখে মনে হবে জলাশয় বা বন্যার্ত এলাকা। কিন্তু, আসলে তা নয়। গাজীপুর মহানগরের ৩৪ নম্বর ওয়ার্ডের শরীফপুরের চিত্রটি এমনই। অপরিকল্পিত ঘরবাড়ি ও কারখানা নির্মাণ, সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা ও খাল না থাকায় সারাবছরই এখানকার রাস্তাঘাট ও বসতবাড়িতে লেগে থাকে জলাবদ্ধতা। আর পানির নিচেই থাকে নিচু জায়গাগুলো।
স্থায়ী জলাবদ্ধতার কারণে ঐ এলাকার সব শ্রেনী পেশার মানুষের দুর্ভোগ চরমে।
বর্ষা মৌসুমে এই ভোগান্তি মারাত্মক রূপ নেবে। তাই দুর্ভোগের কথা স্বীকার করে নিজেদের উদ্যোগে কাজ করার কথা জানালেন জনপ্রতিনিধিরা।
জলাবদ্ধতার ভোগান্তি নিরসনে সমন্বিত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে সিটি করপোরেশনও।
এলাকাবাসীও চায় যত দ্রুত সম্ভব গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়নের।
আরও পড়ুন