গাজীপুরে ফোম তৈরির কারখানায় আগুন
প্রকাশিত : ১০:৪৬, ৩ জুলাই ২০১৮ | আপডেট: ১০:৫১, ৩ জুলাই ২০১৮
গাজীপুরের একটি ফোম তৈরির কারখানার বড়বাড়ি এলাকায় একটি ফোম কারখানার গোডাউনে আগুন লেগেছে। আজ মঙ্গলবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে টঙ্গীর বড়বাড়ির বানজিং বাংলাদেশ লিমিটেড নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, টঙ্গীর বড়বাড়ি এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামের ফাইবারের ব্যাড (ফোম) এবং সিনথেটিক কাপড় তৈরির কারখানা ও গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানান তিনি।
এদিকে শ্রমিকরা জানিয়েছে, ভোর সাড়ে ৫টার দিকে বাংজিং নামের ওই ফোম তৈরির কারখানা গোডাউনের একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। আগুন এখনো পুরো নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমান জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এমজে/
আরও পড়ুন