ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

গাজীপুরে বন উজাড় করে কয়লা উৎপাদন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ১৮ মে ২০১৮ | আপডেট: ১৬:১১, ১৮ মে ২০১৮

গাজীপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বনাঞ্চলের ভিতরেই অবাধে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছে একটি চক্র। বনের গাছ ধ্বংস হওয়ায় মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে এলাকার পরিবেশ। তাই এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নাকের ডগা দিয়ে, বন ধ্বংস হলেও প্রশাসন রয়েছে নিশ্চুপ। তবে জেলা প্রশাসক বলছে, ‘অপরাধীদের বিরুদ্ধে আইনুগগত ব্যবস্থা নেওয়া হবে।’

সরেজমিনে দেখা গেছে, গাজীপুরের কালিয়াকৈরের বনাঞ্চল কেটে তা পুড়িয়ে কয়লা তৈরি করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এদিকে ফুলবাড়িয়া ও বোয়ালী এলাকার বনের গাছের মূল অংশ কেটে কয়লা বানিয়ে অবাধে ট্রাক ভরে নিয়ে যাওয়া হচ্ছে। এতে ধ্বংস হচ্ছে বনাঞ্চল।

এভাবে বনজ সম্পদ ধ্বংস হতে থাকায় মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে পরিবেশ। গাছ কেটে কয়লা তৈরির এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীরা। তবে, বনের গাছ নয়, আগাছা পোড়ানো হয় দাবি কয়লা ব্যবসায়ীদের।

এদিকে স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে বনবিভাগ জানিয়েছে, বনের ভিতরে কাঠ পোড়ানোর কোনও আলামত পাওয়া যায়নি। জেলা প্রশাসক জানিয়েছেন, যারা কাঠ পোড়ানোর কাজ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ঢাকা বনবিভাগের অধীনে গাজীপুরের ৫টি উপজেলা ও ঢাকার ১টি উপজেলায় বনভূমি রয়েছে ৬৪ হাজার ৭শ’ ৫০ একর। এর বেশিরভাগই শাল বন। বনজ সম্পদ রক্ষায় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা স্থানীয়দের।

 

একুশে টেলিভিশন/এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি